• ঢাকা
  • রবিবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম
অফিসগামী ও শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়েন
বিভিন্ন স্হানে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিউজ ডেস্ক:  শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, হবিগঞ্জসহ দেশের অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস ছিল জনজীবন। বৃষ্টিতে অনেকটা স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর জীবনে।

সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

এদিকে দেশের চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট আলার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে। এদিন সন্ধ্যা ৬টায় ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এর আগে গত বুধবার আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য ৪৮ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করেছিল।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image