• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরপুরে আদিবাসী শিশুদের লেখাপড়ায় চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সংলাপ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৪ পিএম
আদিবাসী শিশুদের লেখাপড়ায় চ্যালেঞ্জ ও করণীয়
আদিবাসী শিশুদের শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’

জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরে আদিবাসী শিশুদের লেখাপড়ায় চ্যালেঞ্জ ও করনীয় বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযান এ সংলাপের আয়োজন করে। 

এতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে এতে ‘আদিবাসী শিশুদের শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শিরোনামে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুর রউফ। 

‘দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা’র পরিচালক নাহিদা সুলতানা ইলার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো. ইমান আলী। এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোরশেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, কারিতাস কর্মকর্তা প্রীতি রিছিল, সিল বাংলাদেশ কর্মকর্তা সুজল সাংমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

সংলাপে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সংলাপে অংশগ্রহণকারীরা স্থানীয় অভিজ্ঞতার আলোকে নিজ নিজ এলাকার আদিবাসী শিশুদের শিক্ষার সংকট, বাস্তব পরিস্থিত এবং করনীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image