
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : এইচএসসি ২০২২ সালের পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবারও পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার চার জেলায় পরীক্ষায় অংশ নেয়া ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ১২টি
প্রতিষ্ঠান।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলায় এবার এইচএসসিতে মোট ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মোট পাস করেছে ৪৯ হাজার ৪০৬জন। তন্মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ২৯০ জন জিপিএ ৫ পেয়েছে ২,৩৯৭জন পাশের হার ৮০.২৪ এবং ছাত্রী ২৫ হাজার ১১৬জন জিপিএ ৫ পেয়েছে ২,৬৩১জন পাশের হার ৮০.৩২।
জেলাওয়ারি পাশের হার ময়মনসিংহে ৮২.৯২ মালপুরে ৭৯.৩৭, নেত্রকোণায় ৭৭.৮৩ এবং শেরপুরে ৭৪.৫৯ শতাংশ। পাশের দিক থেকে ময়মনসিংহ জেলা এগিয়ে রয়েছে।
এবারও বোর্ডে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এগিয়ে রয়েছে। গার্লস ক্যাডেট কলেজের ৫১জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ১২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি আনন্দ মোহন কলেজে ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫০জন জিপিএ-৫ পেয়েছে।
সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজের ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৬জন জিপিএ-৫ পেয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৯জন জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এবার ৫৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৫ জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ সরকারি কলেজে ৯৭৩জন পরীক্ষার্থীর মাঝে ২৭৬জন গার্লস ক্যাডেট কলেজ। আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে ৯২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯জন জিপিএ-৫ পেয়েছে। নটরডেম কলেজ ময়মনসিংহের মোট ১৩১৪জন পরীক্ষার্থীর মাঝে ৪০৫জন জিপিএ-৫ পেয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: