• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০১ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া । এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দলটি।

ম্যাচটিতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ডাচ বাহিনীর জন্য। আবার ডাচদের বিপক্ষে সতর্কও রয়েছে অজিরা। চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে যেভাবে হারিয়েছে নেদারল্যান্ডস, তাতে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে প্রতিপক্ষকে।  

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২টিতিই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। আর বর্তমানে নেদারল্যান্ডস দলটাতে রয়েছে বেশকিছু ভালো ক্রিকেটার। ফলে অজিদের বিপক্ষে অঘটনও ঘটাতে পারে তারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। এ দিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা। 

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image