• ঢাকা
  • বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ১ পুলিশ সদস্য নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৮ পিএম
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ১ পুলিশ সদস্য নিহত
ট্রেনের ধাক্কায় ভাংচুর হওয়া পুলিশের পিকআপ ভ্যান

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান ভাংচুর হলে ১ জন পুলিশ সদস্য নিহত হয়।

রোববার (২ ডিসেম্বর) ভোর ৪.৩৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ আপ ট্রেনটি শেখেরভিটা অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের একটি টহল গাড়ি রেল লাইনে উঠে পড়ে। এসময় লোকাল  ট্রেনটি পুলিশের  পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।

নিহত পুলিশ সদস্য মো. আহসানুল হকের বাড়ি  নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজনগর গ্রামে আর আহত আরিফুল টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়ড়া দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুজনেই জামালপুর সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এই ঘটনায় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে পুলিশ সদস্য আহসানুল (৩৩) ও আরিফুল (৪০) গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত আরিফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image