• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রায় বাংলায় লেখা নিয়ে কাজ চলমান: প্রধান বিচারপতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২১ পিএম
রায়, বাংলা, লেখা, প্রধান বিচারপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দেওয়া রায় বাংলা ভাষায় প্রকাশ করার কাজ চলমান রয়েছে। মঙ্গলবার প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো এরই মধ্যে লিখেছেন, সেগুলো যেন সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। নতুন এই প্রযুক্তির কারণে রায় অনুবাদ করে বাংলায় পড়া যাবে বলেও জানান তিনি।

দেশের বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী। প্রভাতফেরি উপলক্ষে ভোর থেকেই শহিদ মিনার অভিমুখে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিবেশী দেশ ভারত থেকেও অনেকে শ্রদ্ধা জানাতে আসেন।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image