• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সৌদি আরবের শাহজালালগামী ফ্লাইট কলকাতায়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম
সৌদি আরবের শাহজালালগামী
ফ্লাইট কলকাতায়

নিউজ ডেস্ক : ঘন কুয়াশা থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ৮ আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সৌদি আরবের দাম্মাম থেকে আসা বিমানের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিমান বন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ঘন কুয়াশা থাকায় গতিপথ বদলাতে বাধ্য হয় বিমানটি।

সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপদ অবতরণের জন্য এই গতিপথ বদলানো হয়।

একই ঘটনা গত ৩ জানুয়ারিও ঘটেছে। এদিন শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করে তিনটি বিমান। এছাড়া শিডিউল বিপর্যয়ে পড়েছে আন্তর্জাতিক সাতটি ফ্লাইটের অবতরণ।

গত ৩-৪ জানুয়ারি রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত ১৩ ফ্লাইট ভারতের কলকাতা, হায়দরাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব ফ্লাইটের মধ্যে ৭ ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দরাবাদে এবং বাকি ৬ ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এগুলো হলো- জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার ও ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image