• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেনমার্কে কোরআন অবমাননা বন্ধে আইন পাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৪ এএম
ডেনমার্কে
কোরআন অবমাননা বন্ধে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক : কোরআন অবমাননা বন্ধে অবশেষে আইন পাস করেছে ডেনমার্ক। দেশটির সরকার জানিয়েছে,  এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে।
 
আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম  জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস। 

ডেনমার্কে চলতি বছর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনা ঘটে । মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে নীরব ভূমিকা পালন করে দেশটির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। একের পর এক কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। 

ড্যানিশ সরকারের প্রতি আহ্বান জানায় আরব দেশগুলো এ ধরনের কার্যক্রম বন্ধে। অবশেষে পবিত্র কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক।
ডেনমার্কের পাশাপাশি সুইডেনও আইনসম্মতভাবে পবিত্র কোরআন অবমাননা ঠেকানোর বিষয়টি বিবেচনা করছে। তবে ডেনমার্কের চেয়ে ভিন্ন পথে এগোচ্ছে দেশটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image