বাকেরগঞ্জ (বরিশাল ) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে দলীয় প্রার্থী হিসাবে ১২৪ বরিশাল ৬ বাকেরগঞ্জ নির্বাচনী আসনের জন্য জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীনকে মননীত করেছে।
শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সন্মেলনে এই তালিকা পড়ে শোনান দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসনুল হক ইনু।সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সহ-সভাপতি মুক্তি যোদ্ধা শহীদুল ইসলাম, মুক্তি যোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. আনোয়ারুল হক ও মোহাম্মদমহসীন সহ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: