• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পিয়ংইয়ং এরগোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে মার্কিন নিষেধাজ্ঞা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম
গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে মার্কিন নিষেধাজ্ঞার
পিয়ংইয়ং এরগোয়েন্দা উপগ্রহ

নিউজ ডেস্ক:  মহাকাশে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে হোয়াইট হাউজ। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর ওপর নজরদারি করতে ওই গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। গত সপ্তাহে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পরপরই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল দেশটি।

মার্কিন ট্রেজারি সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, জাপান এবং কোরিয়া প্রজাতন্ত্রের এই পদক্ষেপের সাথে আমরা সম্পূর্ণ একমত। তিনি আরো বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি পিয়ংইয়ংয়ের গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণকে অবৈধ মনে করে যুক্তরাষ্ট্র।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image