• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
সাংবাদিক রানার মুক্তির দাবিতে
ঝিনাইগাতীতে মানববন্ধন 

শেরপুর প্রতিনিধি : দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকেরা। মঙ্গলবার ঝিনাগাতী বাজারে এই মানববন্ধন করা হয়।

সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন–ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে। 

এ সময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সঙ্গে ওই দিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদসহ সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে, উল্টো জেলে যেতে হয়েছে সাংবাদিক রানাকে। এটা কোনো মেনে নেওয়া যায় না।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image