• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্ত্রীকে মারধরের বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম
স্ত্রীকে মারধরের বিচার না পেয়ে স্বামীর
আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি : স্ত্রীর পরকীয়ার এবং মারধরের বিচার না পেয়ে স্বামী আত্মহত্যা করেছে। 

ঘটনা সুত্রে জানা যায়, হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা বন্দরে বাজারের সাথে বসবাস করতেন দুই সন্তানের  জনক জয়দেব মন্ডল ও তার স্ত্রী মনিকা রানী।

তার ওপর নজর পরে পার্শ্ববর্তী বাড়ির অমল কুলুর ছেলে  স্বর্ন ব্যাবসায়ী অনিকের। ১ বছর আগে মনিকা রানী  কে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যায় অনিক। কিছু দিন পর ফিরে এসে জয়দেবের স্ত্রী কে  ফেরত  দেয়  অনিক।

স্হানীয়দের কথায় জয়দেব মন্ডল পূনরায় মনিকাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়। 

মনিকা পূজোর জন্য ফুল তুলতে অনিকের বাড়িতে যায়।তখন অনিক এবং  তার সাথে অন্যান্যরা মিলে মনিকাকে মারধর করে। স্ত্রীকে মারধরের বিচার  চেয়ে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন জয়দেব মন্ডল। 

বিচার না পেয়ে ক্ষোভে অভিমান করে রবিবার খুব ভোরে বাড়ির পাশে  আমগাছের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।

হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ  জুবাইর ঘটনার সত্যতা  স্বীকার করে  বলেন, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image