• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গোবিন্দগঞ্জে ভূমিহীন কৃষক সম্মেলন অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৯ এএম
গোবিন্দগঞ্জে
ভূমিহীন কৃষক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ অক্টোবর (শুক্রবার) বিকেলে এক ভূমিহীন-কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শালমারা ইউনিয়ন ভূমিহীন-কৃষক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা কমরেড এম এ মতিন মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আাহবায়ক কৃষক নেতা রবিউল আউয়াল বিএসসি, জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কৃষক নেতা লুৎফর রহমান, যুবমৈত্রী গাইবান্ধা জেলা শাখার সভাপতি যুবনেতা আশরাফুল ইসলাম,  

অন্যানের মধ্যে বক্তব্য  রাখেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড রফিকুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার কৃষক নেতা জহুরুল ইসলাম, স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রুবেল মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, ভূমিহীনদের জমি ঘর ও খাসজমি বরাদ্দ, গরীব মানুষের পূর্ণ রেশনিং ব্যবস্থা ও এককালীন ৫ লক্ষ টাকা অবসর ভাতা প্রদানসহ সরকারের  সকল বরাদ্দ দূর্নীতি মুক্ত ন্যায্য বন্টন নিশ্চিত, চাল-ডাল তেল-চিনি-লবন-পেয়াজ-বিদ্যৎ-চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম কমাতে সরকারের প্রতি জোড়ালো দাবী জানান। 

শেষে আব্দুস সালামকে সভাপতি, রুবেল ইসলামকে সাধারন সম্পাদক করে, শালমারা ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image