• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩২ এএম
রাতে রাজধানীর অনেক এলাকায় কোনো বৃষ্টি
রাত ১টার পর বেশ কিছু ক্ষণ টানা বৃষ্টি

নিউজ ডেস্ক:  টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৃষ্টি পড়ার খবর পাওয়া যায়।  

রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।

তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাত সাড়ে ৯টার আগেই থেমে যায় বৃষ্টি। রাত ১টার পর বেশ কিছু ক্ষণ টানা বৃষ্টি হতে দেখা গেছে । যদিও রাতে রাজধানীর অনেক এলাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানা গেছে।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রাত ৮টা থেকেই মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ নগরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ।

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট ১০ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, রাঙামাটিতে ৩ জন, কক্সবাজারে ২ জন, খাগড়াছড়িতে একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আগেরদিন থেকে গতকাল পর্যন্ত গরমে মারা গেছেন আরও ৫ জন।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image