• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবীতে গাইবান্ধায় গণস্বাক্ষর উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৩ এএম
জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবীতে
গাইবান্ধায় গণস্বাক্ষর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবীতে দেশব্যাপী'' ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সামনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাকসিস সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র নেতা জিয়াউল হক জনি, বাকসিসের জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাবেক সভাপতি এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী, সচেতন অভিভাবক রাউফা রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক দিনার আকতার প্রমুখ। 

উদ্বোধন অনুষ্ঠান থেকে বক্তারা দাবি করেন অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল কর, প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া যাবে না, নবম দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না।আরও বলেন ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মুল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বর ভিত্তিক মুল্যায়ন পদ্ধতি চালু, ধারাবাহিক মুল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা যাবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরপর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল কর। সেইসাথে এই বিকলাঙ্গ শিক্ষাক্রম বাতিলের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image