লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জামালপুর এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ভবন মিলনায়তনে বিভিন্ন আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে এ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং জন্মদিনের কেক কাটেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
এ সময় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জামালপুরের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিক ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: