• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেক্সাসে বিমান দুর্ঘটনায় পাইলটসহ ৩ আরোহী নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:২০ পিএম
পাইলটসহ ৩ আরোহী নিহত
টেক্সাসে বিমান দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাইলটসহ ৩ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার টেক্সাস অঙ্গরাজ্যের পুলভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ ৩ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।

স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তার দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে। এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।

এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমান ঘাটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানটি ঘাটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে ৪ জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image