• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু জেলা প্রশাসকের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু জেলা প্রশাসকের
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু জেলা প্রশাসকের

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু জেলা প্রশাসকের

মো. নজরুল ইসলাম :  চাঁপাইনবাবগঞ্জের গোটা জেলাকে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের সাথে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন জেলা প্রশাসক কে এম গালিভ খাঁন। তিনি বলেন আমাদের প্রত্যেকের আশপাশ পরিচ্ছন্ন থাকলেই আমরা সুস্থ্য থাকবো। তাই নিজে ও  আপনজনকে সুস্থ্য রাখতেই আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সোমবার ( নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেনে ফগার মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে এসব কথা বলেন জেলা প্রশাসক কে এম গালিভ খাঁন। 

 

 উদ্বোধনের এরপর জেলা প্রশাসন চত্বরের মাঠে ঘাস, -গাছা কেটে পরিস্কার এবং ময়লা আর্বজনা অপসারণ করেন নবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মী, রেডক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।  

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-ইল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।

 

‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’  আমাদের আশপাশে জমানো পানি নিয়মিত ফেলে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

 সারাদেশের ন্যায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ নভেম্বর থেকে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হলো।

 

 এখন থেকে শুধু পৌরসভা বা সরকারি দপ্তর নয়, সকলকে এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করে এই জেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান জেলা প্রশাসক। ডেঙ্গু রোগ প্রতিরোধে আগামীতে মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তবে সবাইকে বাড়ির আশপাশ ফুলের টব পরিস্কার রাখতে হবে। তা না হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image