• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রংপুরে লাঙলের জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম
রংপুরে লাঙলের জয়
দ্বিতীয়বার রংপুরের মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান স্তফা

নিউজ ডেস্ক : রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন রাত সাড়ে ১১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

দ্বিতীয়বারের মতো রংপুর সিটির মেয়র হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ২২৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোর সম্মিলিত ফলাফলে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোস্তফা।

ভোটের হিসেবে এ নির্বাচনে বিজয়ীর চেয়ে অনেক কম ভোট পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ২২ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।

এদিকে ২০১৭ সালের নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল ২৯ হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হলেও এবার ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

৩৩ হাজার ৩৬৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ভাগনি জামাই স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন।

রাত সাড়ে ১১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ৫ হাজার ১৩৮ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ইভিএম ধীরগতির হওয়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image