• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চায় দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ এএম
জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চায়
দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফরত  দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাথে।

১৩ মার্চ বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফিকা বিনিয়োগ করতে পারে। এতে  দুই দেশের মধ্যেকার  ব্যবসায়ীক সম্পর্ক বাড়বে।

এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন- বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।

এসময় বাজুসের সহ- সভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোন ডায়মন্ড কাটিং কারখানা নাই। তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান।

এই বৈঠকে দক্ষিন আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া, এছাড়া বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহ সম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ন চন্দ্র দে, মো.মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম, মো. আলী হোসেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image