• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রমনা বটমূলে বাঁশির সুরে বর্ষবরণ শুরু 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩২ এএম
রমনা বটমূলে
বাঁশির সুরে বর্ষবরণ শুরু 

নিউজ ডেস্ক : বাঙালির চিরায়ত বর্ষবরণ অনুষ্ঠান ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয়েছে। নতুন বছরের প্রথম সকালটিকে এক কণ্ঠে বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শিল্পীরা। ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এ আয়োজন। 

রোববার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের রমনার বটমূলে আনাগোনা শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রমনা উদ্যান ও এর আশপাশের এলাকায় বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে জোরদার করা হয়েছে ।

বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে এই একটি দিনে কোনো ভেদাভেদ থাকে না । সর্বজনীন নববর্ষের উৎসব হয়ে ওঠে ।

পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিন আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। আবহমান এই লোকসংস্কৃতির ঐতিহ্যে বর্ষবরণ উৎসবে মেতে ওঠে দেশের প্রতিটি শহর-গ্রাম-নগর-বন্দর। রাজধানীর বর্ষবরণের অনুষ্ঠান রমনা বটমূল থেকে ছড়িয়ে পড়ে নগরজুড়ে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈশাখের প্রথম দিনটিতে পুরো ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image