• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টোল আদায়ে পদ্মা সেতুতে নতুন রেকর্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৮ এএম
নতুন রেকর্ড
পদ্মা সেতুতে টোল আদায়

নিউজ ডেস্ক : পদ্মা সেতু দিয়ে টোল আদায়ে গত এক দিনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল ওঠে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী পদ্মা সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে সর্বোচ্চ টোল আদায় হয় গত বছরের ২৭ জুন। সেদিন ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

জানা গেছে, মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে এক হাজার ৫০০ টাকা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image