• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্য দেশ থেকে ডিজেল আমদানির সুযোগ এসেছে: জ্বালানি উপদেষ্টা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
অন্য দেশ থেকে ডিজেল আমদানির সুযোগ
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

নিউজ ডেস্ক :  অন্য দেশ থেকে ডিজেল আমদানি করার সুযোগ এসেছে বলেছেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রও সহযোগিতা করবে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিকল্প কোনো দেশ থেকে ডিজেল আমদানি করা হলে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যেতে পারে। তেলের আন্তর্জাতিক বাজার জটিল। এর সঙ্গে ভূ-রাজনীতির সম্পর্ক আছে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনীয় সবকিছু করছে। সরকার দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে ও আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image