
আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ প্রশাসনিক পদে নতুন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, নতুন পরিবর্তিত পাঁচ প্রশাসনিক পদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তদ্বস্থলে ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এছাড়া ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে একই বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, টিএসসির পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহের মেয়াদ শেষ হওয়ায় তদ্বস্থলে বাংলা বিভাগের প্রফেসর ড. বিল্লাহ বিকুল, আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলামের স্থলে একই বিভাগের প্রফেসর ড. আনিচুর রহমান ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক ইংরেজি বিভাগের প্রফেসর ড. প্রফেসর শাহাদাৎ হোসেন আজাদের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামালকে নিয়োগ দিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শামসুল আলমকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: