• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ড. ইউনূসসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০২ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম
ড. ইউনূসসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক : গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে।

রোববার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শুনানিতে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূস ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আসেন। শুনানির শুরুতে ড. ইউনূসের আইনজীবী মামলা বাতিলের আবেদন করেন।

মামলার অন্য আসামিরা : গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী,  গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।
 
গত ২ মে দুদকের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে জামিন দেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২ জুন দিন ধার্য করা হয়।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে গত বছরের ৩০ মে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image