নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যরা শনিবার রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে।
শনিবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ।
আইজিপি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ-আনসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা কেন্দ্রে অবস্থান করছেন। সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, প্রশাসনসহ আমরা নির্বাচন কমিশনের অধীনে সকলে মিলে দায়িত্ব পালন করবো। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে সক্ষম হবো।
তিনি বলেন, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড, র্যাবের হেলিকপ্টারসহ সমগ্র জনবল নিয়ে আমরা নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সূত্র : বাসস
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: