• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক-টুইটার আইডিনেই


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৭ এএম
ফেসবুক, টুইটার
প্রথানমন্ত্রী শেখ হা‌সিনা

ডেস্ক রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা টুইটার অ্যাকাউন্ট নেই। তাই প্রধানমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কাউকে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, এই টুইটার অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image