• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এবার জাপানের মহাকাশযান ‘স্লিম’চাঁদের পথে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৬ এএম
এবার জাপানের মহাকাশযান
‘স্লিম’চাঁদের পথে 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মহাকাশযান ‘স্লিম’ ভারতীয় চন্দ্রযানের সফল অবতরণের পর এবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিজেদের তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে যাত্রা শুরু করেছে জাপানি মহাকাশযান ‘স্লিম’। এ অভিযান সফল হলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হবে জাপান। 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানায়, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে। এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে উন্মুক্ত করেছে।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে গত মাসে তিন দফায় ‘স্লিম’-এর মহাকাশযাত্রা স্থগিত করা হয়।

ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের মাত্র দুসপ্তাহ পরই চন্দ্রাভিযান শুরু করলো জাপান। এ প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image