
মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের গৃহবধু ইয়াসিন মিয়ার স্ত্রী আসমা বেগম (২৭) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে বাঞ্ছারামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পৌছে এ লাশ উদ্বার করেন। উদ্বার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করেছেন উজানচর ইউনিয়নের চেয়ারম্যান জাদিদ আল রহমান জনি। তিনি বলেন পারিবারিক কলহের জেরে এ হত্যা কান্ডটি ঘটিয়েছে। তদন্তের পর প্রকৃত কারন জানা যাবে বলে বাঞ্ছারামপুর থানার ওসি নুরে আলম জানান,স্হানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে এটি হত্যা মনে হচ্ছে।
মরদপহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: