• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিটি ব্যাংকের চেয়ারম্যান স্ত্রীর মামলায় কারাগারে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম
আজিজ আল কায়সার টিটোকে কারাগারে পাঠিয়েছেন
আজিজ আল কায়সার

নিউজ ডেস্ক:  স্ত্রীর সই জাল করে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগের মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম বৃহস্পতিবার তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

কায়সার পারটেক্স গ্রুপের কর্ণধার, বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে। তাবাসসুম ও কায়সারের সংসার জীবন ২৮ বছর।

বাদী তাবাসসুম কায়সারের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আসামি আজিজ আল কায়সার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনে মুক্ত থেকে তিনি সুযোগ-সুবিধা ভোগ করেন, কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করেন। এ জন্য আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কায়সারের সঙ্গে দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যে গত বছরের ডিসেম্বরে তাবাসসুম আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি কায়সার ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তখন শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তাঁর জামিন দিয়েছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image