• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতিসংঘে কমিউনিটি ক্লিনিক' স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদের শুভেচ্ছা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
জাতিসংঘে কমিউনিটি ক্লিনিক' স্বীকৃতিতে মন্ত্রিপরিষদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্টার : জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।

‘সম্প্রদায়ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা: সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শীর্ষক একটি রেজুলেশন সর্বসম্মতিতে গ্রহণ করা হয়েছে জাতিসংঘে। 

এতে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বলেন, ‘এটি বাংলাদেশের উন্নয়নের একটি ঐতিহাসিক স্বীকৃতি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত এবং একটি অনন্য সাধারণ স্বাস্থ্যসেবা মডেল, যেটাকে রেজুলেশনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ক্লিনিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তারই স্বীকৃতি দেয়া হয়েছে। এটা বিশ্বের অন্যান্য দেশেও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image