
মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি পরীক্ষার্থীর। বৃহস্পতিবার সকালে বরিশাল পটুয়াখালী একটি বাস (আল-আমিন পরিবহন) নলছিটি উপজেলার শিমুলতলা বাজারে একটি আটোরিক্সাকে চাপা দেয়, অটোরিক্সায় থাকা জেড.এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন এসএসসি পরীক্ষার্থী রুদ্র ও আকাশ ভট্টাচার্য ।
দূর্ঘটনায় ০২ জন ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে শিক্ষার্থী হত্যার বিচার চায় । স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে রাখে।
পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্প্রিড ব্রেকার (গতি রোধক) নির্মান সহ ঘাতক আলামিন পরিবহনের চালককে আইনের আওতায় এনে কঠিন শ্বাস্তির দাবি জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: