• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেলুচিস্তানের প্রধান বিচারপতি মেসকানজাইকে গুলি করে হত্যা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫৬ পিএম
বিচারপতি মুহাম্মদকে হাসপাতালে নেওয়া পর
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাই

নিউজ ডেস্ক:  শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক এক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম দেশটির প্রভাবশালী পত্রিকা ডনকে বলেন, খারান অঞ্চলে এক মসজিদের বাইরে হামলাকারীরা সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইয়ের ওপর গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন। 

বিচারপতি মুহাম্মদকে হাসপাতালে নেওয়া পর মারা যান। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আব্দুল কুদ্দুস বিজেনজো মুদাম্মদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মুদম্মদকে এক ডরহীন বিচারপতি হিসেবে উল্লেখ করেন। তার সেবা ভোলার মতো নয় । 

বিজেনজো বলেন, শান্তির শত্রুদের কাপুরুষোচিত  ভয় জাতিকে দেখাতে পারবে না। দেশটির কোয়েটা বার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমল খান কাকর সাবেক প্রধান বিচারপতির ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সাবেক বিচারপতির নিহতের ঘটনায় পাকিস্তানের প্রত্যেক নাগরিক শোকাহত।  

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image