• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪৫ ভর্তিচ্ছু লড়বে রাবির প্রতি আসনে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৮ পিএম
৪৫ ভর্তিচ্ছু  লড়বে প্রতি আসনে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)

ডেস্ক রিপোর্টার : ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৮৯টি। সে হিসেবে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়াই করবে ৪৫ ভর্তিচ্ছু। 

বুধবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, মঙ্গলবার রাত ১২টায় চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। এ বছর তিন ইউনিট মিলিয়ে কোটাসহ মোট আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ৫৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৬৩টি, ‘বি’  ইউনিটে ৩০ হাজার ৬৭৫টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫১টি।

জানা যায়, এর আগে প্রাথমিক আবেদন শেষে ভর্তিচ্ছুদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের তালিকা প্রকাশ করা হয়। এতে নির্বাচিত শিক্ষার্থীরা গত ৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কয়েকটি ধাপে তাদের চূড়ান্ত আবেদন সম্পন্ন করেন। 

রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image