• ঢাকা
  • বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হরিরামপুরে শীতার্ত মানুষের মাঝে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৭ পিএম
হরিরামপুরে শীতার্ত মানুষের মাঝে
সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার  হরিরামপুর উপজেলায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। 

২২ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। তিনি বলেন, হরিরামপুরের শীতার্ত মানুষের জন্য উষ্ণতার হাত বাড়ানোর জন্য সোনালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদ বলেন, সারাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় আমরা কম্বল বিতরণ করেছি। ৭৫ লক্ষ টাকার কম্বল বিতরণ করা হচ্ছে। আজকেও হরিরামপুরের পাশাপাশি মুন্সিগঞ্জের শ্রীনগরে কম্বল বিতরণ করা হচ্ছে। দোয়া করবেন, সোনালী ব্যাংক যেন সকল সংকটে মানুষের পাশে দাঁড়াতে পারে।

বিতরণ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. আরশেদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রোকনুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image