• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১০ পিএম
সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই আন্তরিক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে আমাদের কথা ছিল তারা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করবে না, তবুও করছে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এক পর্যায়ে এটা বন্ধ করতে আমরা সক্ষম হব। কারণ সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই আন্তরিক।

ভারত সরকার সব সময় বলে তারা সীমান্তে হত্যা বন্ধ করবে কিন্তু তারপরও হত্যার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন তিস্তার চর এলাকায় নদীপাড়ে রংপুর র‍্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

পরে চরাঞ্চলের গরীব ও শীতার্ত মানুষের মাঝে  প্রায় ৬ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image