
হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পবিত্র আশুরা উপলক্ষ্যে আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
শনিবার (২৯ জুলাই) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশুরা বা মহরম উপলক্ষ্যে শনিবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার যথারীতি আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল শেখ জানান, আশুরা উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: