• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফিলিস্তিনপন্থি পোস্ট দিয়ে বিপাকে এক মার্কিন মুসলিম নারী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৬ এএম
বিপাকে এক মার্কিন মুসলিম নারী 
ফিলিস্তিনপন্থি পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন এক মুসলিম নারী ফিলিস্তিনের সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন । ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।

এ ঘটনা নিয়ে গত সপ্তাহে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে এক সাক্ষাৎকার দিয়েছেন রোল্লা আবদেলজাওয়াদ নামে ওই নারী, যিনি ওকলাহোমা রাজ্যের বাসিন্দা।

আবদেলজাওয়াদ ওই সাক্ষাৎকারে বলেন, সত্যি বলতে, আমি খুবই মর্মাহত। আমি বিশ্ব ভ্রমণ করেছি। কিন্তু আমি যে দেশেই যাই না কেন যা আমাকে অনন্য করে তোলে তা হল ,আমি একজন আমেরিকান। কারণ আমেরিকাতে আমরা বাকস্বাধীনতাকে সমুন্নত রাখি। আমাদের আইন-কানুন নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয় না। এ জিনিসগুলো আমেরিকায় খুবই স্বাভাবিক, সহজাত।
 
আবদেলজাওয়াদ জানান, এফবিআই এসব পোস্টের বিষয়ে বেশ সচেতন। আর অন্যদিকে, প্রকৃত অপরাধীরা অপরাধ করছেন। এটা কি তাদের সময় নষ্ট না!’এ ঘটনার (এফবিআইয়ের জিজ্ঞাসাবাদ) পর তার নিজের বাসাতে নিজের সম্প্রদায়ের কাছে তাকে অনিরাপদ মনে হচ্ছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image