• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নুরুল ইসলাম বাবুলের মৃত্যু বার্ষিকী ফরিদগঞ্জে দোয়া ও আলোচনা সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৫ পিএম
ফরিদগঞ্জে দোয়া ও আলোচনা সভা
নুরুল ইসলাম বাবুলের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি: দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বজন সমাবেশের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বজন সমাবেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী কামরুল হাসান সাউদ এর সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় মরহুমের বিষয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহসভাপতি এম কে মানিক পাঠান এবং পত্রিকার এজেন্ট মাও. তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিক, আইসিটি সম্পাদক গাজী মমিন, সহঅর্থ সম্পাদক রুহুল আমিন স্বপন, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আ: কাদির, জাকির হোসেন, শামিম হাসান প্রমুখ। বক্তারা বলেণ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল শুধু দেশের জন্য যুদ্ধই করেন নি। যুদ্ধের পর দেশ পুন:গঠনে একের পর এক শিল্প কারখানা গড়ে তুলে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসতে সহযোগিতা করছেন। 

দেশে ঋণ খেলাপির তালিকা দীর্ঘ হতে চললেও তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি কখনই ঋণ খেলাপি হননি। যুগান্তর ও যমুনা টিভির মতো মিডিয়া প্রতিষ্ঠা করে এদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য মুখপত্র দাড় করিয়েছেন। সর্বোপরি ৪০টিরও বেশি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ মানুষের মুখ দুই বেলা মুঠো খাবার তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার কর্মেই বেঁেচ থাকবেন হাজারো বছর।

আলোচনা শেষে পত্রিকার এজেন্ট মাও. তাজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image