
সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় আর যথাযোগ্য মর্যাদায় ভৈরবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদ্যাপিত হয়েছে । ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষজন।
ভৈরব উপজেলা পরিষদ প্রঙ্গণে শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব উপজেলা প.প. কর্মর্কতা ডাঃ বুলবুল আহমেদ, এ দিকে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহীদ মিনারে পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির পুষ্পর্স্ববক অর্পণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ভোর সাড়ে ৬ টায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মো: অহিদ মিয়া, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মো:জিল্লুর রহমান এর সাবেক সহকারি একান্ত সচিব-২ মোল্লা সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শেফাত উল্লাহ, আলহাজ্ব আবুবকর সিদ্দিক,নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক এম. আর .সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ,মোঃ আরমান উল্লাহ,ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, ভৈরব উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক রিয়াদ মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত,হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানবিক বিভাগ কমিটির সভাপতি তরুণ লেখক সোহানুর রহমান সোহানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড ভৈরব উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুষ্পর্স্ববক অর্পণ করেন। স্থানীয় ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে, ভৈরবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: