নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম লিটন চৌধুরী ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ জামে মসজিদ পরিদর্শন করেছেন । শুক্রবার সকালে তার ভগ্নিপতির অর্থায়ন এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনের তত্ত্বাবধানে নির্মিত ১৫ হাজার স্কয়ার ফিটের আধুনিক মসজিদটি পরিদর্শনে যান তিনি।
সকালে ভাঙ্গায় পৌঁছালে চিফ হুইপকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বরণ করে নেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং তার সহধর্মিণী ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন মসজিদ পরিদর্শনের সময় সেখানে ছিলেন। লিটন চৌধুরীর বোন ভগ্নিপতি ভাই ভাতিজাসহ পরিবারের সদস্যরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা পরিষদ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলররা এবং দলীয় নেতাকর্মীরাও ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: