• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেট্রোরেল প্রথমবার থামলো টিএসসিতে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১১ এএম
টিএসসিতে প্রথমবার থামলো 
মেট্রোরেল

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশনে প্রথমবার থামলো মেট্রোরেল। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা ট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

আগারগাঁও-মতিঝিল রুটে বর্তমান সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এমআরটি পাসধারীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলে চলাচল করতে পারেন।

ঢাবি শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলছেন, তাদের জন্য যোগাযোগের ভালো মাধ্যম হবে মেট্রোরেল। স্বল্প সময়ে যানজট এড়িয়ে ভোগান্তি থেকে নিস্তার মিলবে।

মেট্রোরেলের বিজয় সরণি স্টেশনও চালু হলো আজ। দুটি স্টেশন চালুর ফলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকলো কাওরানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image