
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ১৫ এপ্রিল শনিবার অনুভব কমিউনিটি সেন্টারে নাগরিক আন্দোলনের ইফতার ও বার্ষিক সাধারণ সভা বিষয়ে নাগরিক আন্দোলনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদের সদস্য প্রদীপ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট অনুমোদন করা হয়।
ঈদের পরে ময়মনসিংহ শহরের যানজট নিরসনে করনীয় নির্ধারণে কর্মসূচি পালন, শহরের মাঝখান দিয়ে যাওয়া রেললাইন টি বিকল্প ব্যবস্থা করে সেখানে হাইওয়ে সড়ক নির্মাণ, ঢাকা ময়মনসিংহ এর জন্য সকাল বিকাল দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু সহ ডুয়েল গেজ ডবল রেললাইন স্থাপন ইত্যকার বিষয় নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের সহ-সভাপতি কাজি রানা, অধ্যক্ষ ডঃ মোঃ শাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, লায়ন ডঃ মোঃ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শিবির আহম্মেদ লিটন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, দপ্তর সম্পাদক শহিদুর রহমান শহীদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাংবাদিক, সহ-সংস্কৃতিক সম্পাদক সুলতানা ফারজানা মায়া, সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক শামীম উল আজম খান লিছন, সদস্য শাহ সাইফুল আলম পান্নু, ডাঃ প্রতিমা দেবনাথ ও খন্দকার সুলতান আহমেদ প্রমূখ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: