• ঢাকা
  • সোমবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেলান্দহে স্বরকলার এক দশক পূর্তি অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫১ এএম
স্বরকলার এক দশক পূর্তি অনুষ্ঠান
গুণীজন সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি : “শত পুষ্পের বিকাশ সম্ভব হোক, শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক” এই প্রতিপাদ্য নিয়ে স্বরকলা জামালপুরের এক দশক পূর্তি উপলক্ষ্যে কবি, কাব্য প্রেমী, আবৃত্তি শিল্পী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্বরকলা জামালপুরের সভাপতি শেখ ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জাওয়াদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোহন তালুকদার, জামালপুর গান্ধীর আশ্রয় ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ।

স্বরকলার এক দশক পূর্তি উপলক্ষ্যে কবি ও ছড়াকার আশরাফুল মান্নান, নাট্যকার ও নির্দেশক আসাদুল্লাহ ফারাজী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এই তিন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image