
ডেস্ক রিপোর্টার : নতুন রূপে পরিচিতি পাচ্ছে সিলেটের সবচেয়ে বড় বধ্যভূমি। স্বাধীনতার ৫২ বছর পর ব্যক্তি উদ্যোগে এ বধ্যভূমিকে সংরক্ষণ করে বেসরকারিভাবে একটি শহিদ স্মৃতি উদ্যান নির্মাণ করা হচ্ছে।
সিলেট ক্যাডেট কলেজের পেছনে এ অরক্ষিত বধ্যভূমিটি বর্তমানে ‘সালুটিকর বধ্যভূমি’ হিসেবে পরিচিত। তবে এখন থেকে এটি পরিচিতি পাবে ‘বাংলাদেশের স্বাধীনতার শহিদ স্মৃতি উদ্যান’ হিসেবেও।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের উদ্যোগে বেসরকারিভাবে এ শহিদ স্মৃতি উদ্যান নির্মাণ করা হচ্ছে।
আগামী শনিবার উদ্যানটি উদ্বোধন করা হবে। এরইমধ্যে এ উদ্যানে একটি নান্দনিক স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্মৃতিস্তম্ভের দু’পাশে গণকবরে শায়িত বীর শহিদদের নামফলকের ভিত সারি সারি করে বসানো হয়েছে।
প্রাথমিকভাবে ৭২জন শহিদের নামফলক বসানোর কাজ চলছে। এরইমধ্যে এ গণকবরে ৬৫ জন শহিদের পরিচয় পেয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
নতুন করে কারো পরিচয় পাওয়া গেলে নামফলকে তাদের নাম অন্তুর্ভুক্ত করা হবে বলেও জানান তারা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: