• ঢাকা
  • শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাঁদপুরে আলুর বাজার ও হরিণা নৌ-পুলিশের মার্চ মাসের অভিযানে জেলে আটক ৯৮


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫২ এএম
চাঁদপুরে আলুর বাজার ও হরিণা নৌ-পুলিশের অভিযানে
অভিযানে ৯৮ জন জেলে আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর অঞ্চলের আলুর বাজার ও হরিণা নৌ-পুলিশের মার্চ মাসের অভিযানে ৯৮ জন জেলে আটক।

ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকুন ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি করুন এই স্লোগানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার মেঘনা, তেতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া নদীর অভয়াশ্রমসমূহে ১ মার্চ - ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ।

এই অভিযানের অংশ হিসেবে ১ লা মার্চ - ৩১ মার্চ পর্যন্ত মেঘনা নদীতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আলুর বাজার ও হরিণা নৌ ফাঁড়ির অভিযানে ২৮ টি মামলায় ৯৮ জন জেলেকে আটক করে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

এছাড়াও ১ কোটি ১০ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এর মধ্যে আলুর বাজার নৌ পুলিশের অভিযানে ৬০ জন জেলেকে কে মৎস্য আইনে ১৫ টি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং ১৮ টি নৌকা জব্দ ও ৭'শ কেজি মাছ, ৩১ লক্ষ ৮৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে।

এছাড়াও একটি বাল্কহেড আটক ও ২টিকে প্রসিকিউসন করা হয়েছে।

হরিনা নৌ পুলিশের অভিযানে ৩৮ জন জেলেকে আটক করে ১২ টি মৎস্য আইনে ও ১ টি পুলিশ আক্রান্ত মামলা করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

এছাড়াও ১৩ নৌকা, ৬'শ ৬৩ কেজি জাটকা ও ৭৯ লক্ষ ৫১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে।

চলমান এই অভিযান সম্পর্কে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনা আমরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে আসছি। জাটকা ইলিশ রক্ষা আমরা কাজ করছি। ভবিষ্যতে আমরা এই অভিযান অব্যহত থাকবো। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image