• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইন্টারনেট ধীরগতির শঙ্কা, আমরার ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৩ এএম
আমরার ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ
ইন্টারনেট ধীরগতির শঙ্কা

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের ২২ কোটি টাকার বেশি বকেয়া থাকায় তাদের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ কারনে ইন্টারনেটে ধীরগতির আশঙ্কা করা হচ্ছে।

বিটিআরসি জানায়, বারবার বলার পরও আমরা টেকনোলজিস বকেয়া পরিশোধে ব্যর্থ। তাদের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়েছে।
 
বিটিআরসি তাদেরকে অন্তত ১০ কোটি টাকা পরিশোধ করে বাকি টাকা কিস্তিতে দেয়ার প্রস্তাবও দিয়েছিল। তা সত্ত্বেও কোম্পাানিটি টাকা পরিশোধে ব্যর্থ হয়।
 
গত জুলাইতে বকেয়া ৩৩ কোটি টাকার জন্য কমিশন আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয়। অবশ্য পরে সেই নির্দেশনা প্রত্যাহারও করা হয়।
 
প্রসঙ্গত, বর্তমানে দেশে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দৈনিক প্রায় ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image