• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চামড়া শিল্পকে উন্নত করতে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম
চামড়া শিল্পকে উন্নত করতে দেশি-বিদেশি বিনিয়োগ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়া শিল্পকে উন্নত করতে বিদেশিদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার-টেক বাংলাদেশ-২০২২’র অষ্টম আসরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার একশ’টির ওপরে ইকোনমিক জোন চালু করেছে। তাই বিদেশি ইনভেস্টরদের উৎসাহিত করছি। যাতে তারা দেশের চামড়া খাতে ইনভেস্ট করেন। আমরা বিশ্বাস করি— ভালো ইনভেস্টমেন্ট থাকলে আমাদের চামড়া খাতে উৎপাদন যেমন বুস্ট হবে, একই সঙ্গে অনেক নতুন উদ্যোক্তারাও এ সেক্টরে যুক্ত হবেন। এখাতে রফতানি আরো বাড়াতে চাইলে ইনভেস্টরের প্রয়োজন আছে।  

আগামীতে দেশের চামড়া শিল্পের অনেক ভালো সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি মনে করি— আগামীতে চামড়া শিল্প অর্থনীতিতে গার্মেন্টস শিল্পের চেয়ে ভালো অবদান রাখবে। আমরা চেষ্টা করছি চামড়া শিল্পের রফতানি আয় ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন ডলার থেকে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারে উন্নীত করার। চলতি বছরে চামড়া শিল্পে রফতানি আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image