• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 ৩০ ঘণ্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে চলছে বাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
ভোলার অভ্যন্তরীণ রুটে
বাস চলাচল শুরু

ডেস্ক রিপোর্টার: ভোলার অভ্যন্তরীণ রুটে প্রায় ৩০ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভোলা-চরফ্যাশনসহ সব রুটে বাস চলাচল শুরু হয়। এতে সড়কপথের যাত্রীদের ভোগান্তি কমে কিছুটা স্বস্তি ফিরেছে।

ভোলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দেশের অন্য এলাকায় বাস চলাচল শুরু হওয়ায় খবর পেয়ে দুপুর ১২টার পর এখানকার শ্রমিকরা (ভোলার শ্রমিকরা) যাত্রী পরিবহন শুরু করে। 

তিনি জানান, অটোসহ বিভিন্ন যানবাহন সড়কে আগে থেকেই চলাচল করছে। এরইমধ্যে বেশ কয়েকটি বাস জেলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন ও দৌলতখানসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। একইভাবে চরফ্যাশন থেকেও কয়েকটি বাস ভোলার উদ্দেশে ছেড়ে এসেছে।

এদিকে যাত্রীরা বলছেন, বাস চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এতে তাদের ভোগান্তি কমেছে। এখন আর বাড়তি ভাড়া গুনতে হবে না।

এর আগে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image