• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

করবৃদ্ধির প্রতিবাদে শ্রীলংকার সরকারি কর্মচারীদের ধর্মঘট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫৬ পিএম
চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টরা ধর্মঘট পালন
শ্রীলংকার সরকারি কর্মচারীদের ধর্মঘট

নিউজ ডেস্ক:  আয়কর ও বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে গতকাল ধর্মঘট পালন করেছে শ্রীলংকার সরকারি কর্মচারীরা। বুধবার দিনব্যাপী এ ধর্মঘটে অংশ নিয়েছেন দেশটির স্বাস্থ্য, রেলওয়ে, বন্দর ও অন্যান্য দপ্তরের সরকারি কর্মচারী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্যাকেজ সহায়তা পেতে সম্প্রতি বিদ্যুৎ ও আয়কর বাড়ানোর ঘোষণা দেয় ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে সরকারি কর্মচারীরা। খবর এপি।

চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টরা গতকাল ধর্মঘট পালন করায় স্বাস্থ্যসেবা নিতে গিয়ে বিপাকে পড়েন সাধারণ শ্রীলংকানরা। এদিকে রেলপথেও অল্প কয়েকটি ট্রেন সচল ছিল। যেকোনো ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা এড়াতে সশস্ত্র সেনা প্রহরায় গুটিকয়েক মালবাহী ট্রেন চলেছে।

শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, কর ও বিদ্যুৎ বিল বৃদ্ধিতে শ্রমজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবি না মানলে ধর্মঘট অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়েছেন তারা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image